
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট মহানগরের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বশির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা সাতটায় নগরীর সুবিদ বাজার মৌঁরসী রেস্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট সদর উপজেলার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বিএমবিএফ সিলেট সদর উপজেলার সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদের পরিচালনায় অনুষ্টিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমবিএফ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, দোয়া মাহফিলে দেশ ও জাতির জন্য দোয়া পরিচালনা করের সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মির্জা রেজুয়ান বেগ।
দোয়া মাহফিলে অংশ নেন বিএমবিএফ সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, সিলেট সদর উপজেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আবু, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি রাজন, সাদি মোহাম্মাদ তারেক প্রমুখ।