
স্টাফ রিপোর্টার: বিশিষ্ট আলেম সমাজ সেবক ইউরোপ প্র্রবাসী জমিয়ত নেতা আলহাজ্ব মাওলানা আকবর আলী বলেছেন, আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উলামায়েকেরাম এবং প্রত্যেক সচেতন জনগনকে প্রহরীর ভুমিকা পালন করতে হবে। কারণ বর্তমান একাদ্শ জাতীয় সংসদ নির্বাচন দেশের নিপিড়িত নির্যাতীত অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন,যে নির্বাচন আগামী পাচ বৎসরের জন্য দেশের প্রতিটা এলাকার উন্নয়নে যোগ্য জন প্রতিনিধি নির্ধারণ করার নির্বাচন।
এ নির্বাচনে যাতে কোন দল বা জন গোষ্টি কোন রকম ভোট জালিয়াতি, কেন্দ্র দখল,ব্যলট পেপার ছিন্তাই সহ পুর্বেরমত কোন রকম অপ্রিতিকর ঘঠনা ঘঠাতে না পারে , সেজন্য প্রতিটা ভোট কেন্দ্রকে নিজ দায়িত্বে পাহারা দিয়ে জনগনের ভোটাধিকার আদায়ে এবং এব্যাপারে দেশের আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করতে দেশের উলামায়ে কেরাম এবং সচেতন জনগনের প্রতি অনুরুধ করছি।